সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের উল্লাপাড়ায় নাশকতার অভিযোগে বিএনপি-জামায়াতের ১২ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।
রোববার (১ ফেব্রুয়ারি) বিকেল ৪টা পর্যন্ত উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটকরা হলেন, উল্লাপাড়া উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আবু শামীম রেজা, বিএনপি নেতা খলিলুর রহমান, শিবিরকর্মী আনছার আলী, সোহেল রানা, ফজলুল হক, ক্ষুদ্র মনোহরা গ্রামের আব্দুল মান্নান, চড়–ইমুড়ী গ্রামের আমিনুল ইসলাম, হাটদেলুয়া গ্রামের আলামিন ও বাখুয়া গ্রামের মোহাম্মদ আলী ও জামাতের সাইদুর রহমান রোকন, মনোহরা গ্রামের গ্রামের শিবির কর্মী বাবলু।
উল্লাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল হুদা বাংলানিউজকে আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, তাদের বিরুদ্ধে নাশকতা, বোমা ও ককটেল তৈরি ও পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে মামলা রয়েছে।
বাংলাদেশ সময়: ১৭৫০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০১, ২০১৫