জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে: বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার গুলশান কার্যালয়ের বিদ্যুৎ, ইন্টারনেট ও ডিশ সংযোগ বিচ্ছিন্ন করার প্রতিবাদে মানববন্ধন করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে জাতীয়তাবাদী শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী ফোরাম।
রোববার (১ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টায় জাবি শহীদ মিনারের পাদদেশে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
অধ্যাপক আবদুল লতিফ মাসুম বলেন, আওয়ামী লীগ সরকার ১৯৭৩ সালের পর থেকে একবারও ভোটে নির্বাচিত হতে পারেনি। কেবল গায়ের জোরে নির্বাচিত হয়েছে। এখন ক্ষমতা ধরে রাখতে তারাই পেট্রোল বোমা হামলার ঘটনা ঘটাচ্ছে।
বর্তমান সরকার গণতন্ত্রকে র্যাব, পুলিশ ও ইট-ট্রাকের গণতন্ত্রে পরিণত করেছে বলেও মন্তব্য করেন তিনি।
সংলাপ এবং অতি দ্রুত নিরপেক্ষ সরকারের অধীনে অংশগ্রহণমূলক নির্বাচন দেওয়ার দাবি জানান শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক মোহাম্মদ মাফরুহী সাত্তার।
মানববন্ধনে আয়োজক সংগঠনের সদস্য সচিব অধ্যাপক মো. শরিফ উদ্দিন, জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সাধারণ সম্পাদক অধ্যাপক মো. শামছুল আলম, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক মোহাম্মদ মাফরুহী সাত্তার, সরকার ও রাজনীতি বিভাগের অধ্যাপক এম সলিমউল্লাহ খান, অধ্যাপক আবদুল লতিফ মাসুম, দর্শন বিভাগের অধ্যাপক মুহাম্মদ তারেক চৌধুরী, মোহাম্মদ কামরুল আহসান, কর্মকর্তা সমিতির সাধারণ সম্পাদক মো. আবদুর রহমান বাবুল, কর্মচারী সমিতির সভাপতি আয়নাল হকসহ অর্ধশতাধিক শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১৭৫১ ঘণ্টা, ফেব্রুয়ারি ০১, ২০১৫