ধুনট (বগুড়া): ২০ দলীয় জোটের ডাকা হরতালের প্রতিবাদে বগুড়ার ধুনটে বিক্ষোভ সমাবেশ করেছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা।
রোববার (০১ ফেব্রুয়ারি) দুপুর ২টার দিকে ধুনট শহরের প্রধান সড়কে বিক্ষোভ মিছিল শেষে জিরো পয়েন্ট এলাকায় সমাবেশ অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন বগুড়া-৫ আসনের সংসদ সদস্য মুক্তিযোদ্ধা হাবিবর রহমান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি টিআইএম নুরুন্নবী তারিক, সহ-সভাপতি প্রকৌশলী আসিব ইকবাল সনি, সাধারণ সম্পাদক আব্দুল হাই খোকন ও যুগ্ম সম্পাদক মহসীন আলম প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৭৫৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ০১, ২০১৫।