ঢাকা: বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার ও জামায়াত নেতা শামসুর রহমানের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
শুক্রবার (৩০ জানুয়ারি) দিবাগত রাতে গাড়িতে অগ্নিসংযোগ, পুলিশের ওপর হামলার পরিকল্পনাকারী হিসেবে শামসুর রহমানকে রাজধানীর মুগদা এলাকা থেকে আটক করা হয়।
রোববার (০১ ফেব্রুয়ারি) তাকে ঢাকার সিএমএম আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ডের আবেদন করে খিলগাঁও থানা পুলিশ।
শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসিবুল হক ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
রিমান্ড মঞ্জুরের বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন শামসুর রহমানের আইনজীবী এসএম কামাল উদ্দিন।
শামসুর রহমান বাংলাদেশ ইসলামিক ইউনিভার্সিটির ডেপুটি রেজিস্টার।
বাংলাদেশ সময়: ১৮২৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ০১, ২০১৫