ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

রাজনীতি

জামায়াত নেতা শামসুর রহমান ৫ দিনের রিমান্ডে

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১, ২০১৫
জামায়াত নেতা শামসুর রহমান ৫ দিনের রিমান্ডে

ঢাকা: বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার ও জামায়াত নেতা শামসুর রহমানের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

শুক্রবার (৩০ জানুয়ারি) দিবাগত রাতে গাড়িতে অগ্নিসংযোগ, পুলিশের ওপর হামলার পরিকল্পনাকারী হিসেবে শামসুর রহমানকে রাজধানীর মুগদা এলাকা থেকে আটক করা হয়।


 
রোববার (০১ ফেব্রুয়ারি) তাকে ঢাকার সিএমএম আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ডের আবেদন করে খিলগাঁও থানা পুলিশ।
 
শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসিবুল হক ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
রিমান্ড মঞ্জুরের বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন শামসুর রহমানের আইনজীবী এসএম কামাল উদ্দিন।

শামসুর রহমান বাংলাদেশ ইসলামিক ইউনিভার্সিটির ডেপুটি রেজিস্টার।

বাংলাদেশ সময়: ১৮২৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ০১, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।