সিলেট: সিলেটের সোবহানীঘাটে যাত্রীবাহী বাসে আগুন দেওয়ার ঘটনায় স্বেচ্ছাসেবকদলের কেন্দ্রীয় সহ-সভাপতি অ্যাডভোকেট সামসুজ্জামান জামানসহ ৩৪ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা করেছে পুলিশ।
রোববার (০১ ফেব্রুয়ারি) সিলেট মহানগড়র পুলিশ কোতয়ালি জোনের সহকারী কমিশনার (এসি) সাজ্জাদুল আলম বাংলানিউজকে বিষয়টি নিশ্চেত করেছেন।
তিনি জানান, এ ঘটনায় থানার উপ-সহকারী পরিদর্শক (এএসআই) মনিরুজ্জামান বাদী হয়ে শনিবার রাতে বিশেষ ক্ষমতা আইনে মামলাটি (নম্বর-২৮(০১)১৫) করেছেন।
মামলায় ১৪ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ১৫-২০ জনকে আসামি করা হয়েছে বলে জানান এসি।
মামলার এজহারে জানা যায়, মামলায় জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক রাহাত চৌধুরী মুন্না, ছাত্রদল নেতা আব্দুল কাইয়ুম, স্বেচ্ছাসেবকদল নেতা গাফফার, ছাত্রদল নেতা শাকিল মুর্শেদ, লিটন কুমার দাশ নান্টু, রেজাউল করিম নাচন, জয়নাল আহমদ, জাকির আহমদ জেকি, মনিরুজ্জামান মিজান, ফজলে রাব্বি আহসান, ইফতেখার আহমদ সোহেল ওরফে তাকি সোহেল, সুমন আহমদ, মো. মাহবুব চৌধুরীকে আসামি করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৮২৬ ঘণ্টা, জানুয়ারি ০১, ২০১৫