ময়মনসিংহ: ময়মনসিংহে পুলিশের সঙ্গে ২০ দলীয় জোটের নেতাকর্মীদের বিরুদ্ধে পুলিশের কাজে বাধা ও ককটেল বিস্ফোরণের ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে ৮১ নেতাকর্মীর নামে মামলা হয়েছে।
শনিবার রাতে পুলিশ বাদী হয়ে কোতোয়ালি মডেল থানায় মামলাটি দায়ের করা হয়।
এদিকে, এ ঘটনায় রোববার সকালে শহরের সানকিপাড়া প্রভাতী সেনাক্লাব থেকে গ্রেফতার করা হয়েছে শহর বিএনপির সভাপতি অধ্যাপক শফিকুল ইসলামকে।
রোববার দুপুরে স্থানীয় সাংবাদিকদের এসব তথ্য নিশ্চিত করেছেন কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলুল করিম।
তিনি জানান, ককটেল বিস্ফোরণ ঘটিয়ে নাশকতা সৃষ্টি, সরকারি কাজে বাধাপ্রদান এবং পুলিশকে আহত করার ঘটনায় শনিবার রাতে ২০ দলীয় জোটের ২১ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতপরিচয় আরো ৫০ থেকে ৬০ জন নেতাকর্মীর নামে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে।
এ মামলাতেও শহর বিএনপির সভাপতি অধ্যাপক শফিকুল ইসলামকে গ্রেফতার করা হয়েছে।
ওসি জানান, শনিবার সন্ধ্যায় গ্রেফতার জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট দিদারুল ইসলাম রাজু, সদর উপজেলার চরনিলক্ষীয়া ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক আব্দুল হামিদসহ পাঁচনজনকে এ মামলায় আসামি করা হয়েছে।
শনিবার সন্ধ্যায় শহরের নতুন বাজার মোড় এলাকায় ২০ দলের সঙ্গে পুলিশের ধাওয়া ও পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় হরতাল সমর্থকরা সাতটি ককটেলের বিস্ফোরণ ঘটায়।
বাংলাদেশ সময়: ১৮২৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ০১, ২০১৫