ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

রাজনীতি

রাজশাহীতে হরতালে জনজীবন স্বাভাবিক, আটক ১৫

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১, ২০১৫
রাজশাহীতে হরতালে জনজীবন স্বাভাবিক, আটক ১৫ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

রাজশাহী: বিএনপির নেতৃত্বাধীন ২০-দলের ডাকা তিনদিনের হরতালের প্রথম দিন রাজশাহীতে জনজীবন ছিল স্বাভাবিক। কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

 

তবে আলাদা অভিযানে বিএনপি ও জামায়াতের ১৫ কর্মীকে আটক করেছে পুলিশ। শনিবার (৩১ জানুয়ারি) থেকে রোববার (১ ফেব্রুয়ারি) দুপুর পর্যন্ত মহানগরী ও জেলার বিভিন্ন এলাকা থেকে এদের আটক করা হয়।

বিভিন্নস্থানে নাশকতার পরিকল্পনার মামলায় তাদের গ্রেফতার দেখিয়ে বিকেলে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন মহানগর পুলিশের মুখপাত্র ও মহানগর গোয়েন্দা পুলিশের সহকারী কমিশনার (এসি) ইফতে খায়ের আলম।

এদিকে অবরোধ-হরতালে নাশকতা এড়াতে সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ, র‌্যাব ও বিজিবি। শহরের স্পর্শকাতর স্থানগুলোতে পুলিশ মোতায়েন রয়েছে। পুলিশ, র‌্যাব ও বিজিবির টহল অব্যাহত রয়েছে। রাখা হয়েছে গোয়েন্দা তৎপরতাও। নাশকতাকারীদের ধরিয়ে দিয়ে লিফলেট বিলি করছে র‌্যাব।

হরতালের কারণে এদিন রাজশাহী থেকে কোনো দূরপাল্লার বাস ছেড়ে যায়নি। তবে দুপুরের পর থেকে আন্ত:জেলা রুটের বাস ছাড়তে শুরু করেছে। এছাড়া সব ধরণের হালকা যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।

বাংলাদেশ সময়: ১৮৩১ ঘণ্টা, ফেব্রুয়ারি ০১, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।