ঢাকা: রাজধানীর পুরান ঢাকার জজকোর্টের সামনে একটি বাসে আগুন দিয়েছে হরতাল-অবরোধ সমর্থকরা।
এছাড়া গুলিস্তানে বাসে আগুন দেওয়ার সময় এক পিকেটারকে আটক করেছে পুলিশ।
রোববার (০১ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে। তবে এতে কেউ হতাহত হয়েছে কিনা তাৎক্ষণিকভাবে জানা যায় নি।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দপ্তরের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার ভজন সরকার বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, আগুন লাগার খবর ফেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গেছে।
এদিকে গুলিস্তান পুলিশ বক্সের সামনে আগুন দেওয়ার চেষ্টাকালে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোর্শেদ জানান, বর্তমানে তাকে পল্টন থানায় নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
** বাড্ডায় ফাল্গুন পরিবহনের বাসে পেট্রোল বোমা
** নীলক্ষেতে বাসে আগুন
বাংলাদেশ সময়: ২০১৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ০১, ২০১৫