ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

রাজনীতি

সিলেটে শিবির-পুলিশ সংঘর্ষ, আটক ২

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১, ২০১৫
সিলেটে শিবির-পুলিশ সংঘর্ষ, আটক ২ ছবি: প্রতীকী

সিলেট: নগরীর সাগর দিঘিরপাড় এলাকায় পুলিশের সঙ্গে জামায়াত-শিবিরকর্মীদের সংঘর্ষের সময় দুই জনকে আটক করা হয়েছে।

রোববার (০১ ফেব্রুয়ারি) বিকেল ৪টার দিকে এ ঘটনা ঘটে।



প্রত্যক্ষদর্শীরা জানান, চলমান অবরোধ ও হরতালের সমর্থনে সাগর দিঘিরপাড় এলাকায় একটি ঝটিকা মিছিল বের করেন জামায়াত-শিবির কর্মীরা। মিছিলটি পুলিশের বাধার মুখে পড়লে তারা পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল ছোড়েন। এ সময় পুলিশ তাদের ধাওয়া দিলে পুলিশকে লক্ষ্য করে ৩ থেকে ৪ টি ককটেল বিস্ফোরণ ঘটান তারা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কয়েক রাউন্ড টিয়ারশেল নিক্ষেপ করলে হরতাল সমর্থকরা ছত্রভঙ্গ হয়ে যান।

এ সময় ঘটনাস্থল থেকে দুই জনকে আটক করে পুলিশ।

সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (মিডিয়া) রহমত উল্লাহ বাংলানিউজকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১৯০১ ঘন্টা, ফেব্রুয়ারি ০১, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।