ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

রাজনীতি

উল্লাপাড়ায় বিএনপি-জামায়াতের সঙ্গে পুলিশের সংঘর্ষে ওসিসহ ‍আহত ১০

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১, ২০১৫
উল্লাপাড়ায় বিএনপি-জামায়াতের সঙ্গে পুলিশের সংঘর্ষে ওসিসহ ‍আহত ১০

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বিএনপি-জামায়াতের নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে।

এতে উল্লাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও ৩ কনস্টেবল এবং বিএনপি-জামায়াতের ৫/৬ জন আহত হয়েছেন।



এদের মধ্যে গুলিবিদ্ধ অবস্থায় আটক উল্লাপাড়া ইউনিয়ন জামায়াতের আমির সাইদুর রহমানকে জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। আহত পুলিশ সদস্যদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

রোববার (১ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার বাকুয়া গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, হরতালের সমর্থনে মহাসড়কে যানবাহনে নাশকতার উদ্দেশে কতিপয় ব্যক্তি গোপন বৈঠক করছিল এমন সংবাদে বাকুয়ায় অভিযান চালায় পুলিশ। এ সময় জামায়াত-শিবির ও বিএনপির নেতাকর্মীরা পুলিশকে লক্ষ্য করে ককটেল নিক্ষেপ শুরু করলে পুলিশও পাল্টা বেশ কয়েক রাউন্ড শটগানের গুলি ছোড়ে।

ককটেলের আঘাতে ওসি ও ৩ পুলিশ সদস্য আহত হয়। এছাড়া পুলিশের গুলিতে ৫/৬ জন আহত হয়। পরে সেখান থেকে তিনটি ককটেলসহ গুলিবিদ্ধ অবস্থায় জামায়াত নেতা সাইদুর রহমানকে আটক করা হয়।

উল্লাপাড়া থানার (ওসি) তাজুল হুদা এসব তথ্য নিশ্চিত করে বাংলানিউজকে জানান, সাইদুরের বিরুদ্ধে নাশকতা, পুলিশের কাজে বাধাদান ও সহিংসতার অভিযোগে ১১টি মামলা রয়েছে।

এ ঘটনার পর থেকে মহাসড়কে নিরাপত্তা আরো জোরদার করা হয়েছে বলে তিনি দাবি করেন।

বাংলাদেশ সময়: ১৯১০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০১, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।