বগুড়া: ২০ দলীয় জোটের ডাকা লাগাতার হরতাল-অবরোধে বগুড়ার এরুলিয়া হাটখোলা এলাকায় একটি ট্রাকে আগুন দিয়েছে পিকেটাররা।
রোববার (০১ ফেব্রুয়ারি) বেলা সোয়া ১২টার দিকে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বালুবাহী ট্রাকটি বালু নামিয়ে হাটখোলা এলাকায় পার্ক করা ছিল। এসময় হরতাল-অবরোধ সমর্থকরা আকস্মিকভাবে ট্রাকে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়।
খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নেভায়।
বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাসার বাংলানিউজকে জানান, আগুনে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তবে ট্রাকটি বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে।
বাংলাদেশ সময়: ১৯১৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ০১, ২০১৫