ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

রাজনীতি

পেট্রোল বোমায় ট্রাক চালক-হেলপার দগ্ধ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১, ২০১৫
পেট্রোল বোমায় ট্রাক চালক-হেলপার দগ্ধ ফাইল ফটো

গাইবান্ধা: গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় চলন্ত ট্রাকে পেট্রোল বোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। এতে ট্রাকের চালক মহব্বত মিয়া ও হেলপার জেলাল মিয়া দগ্ধ হয়েছেন।



রোববার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রংপুর-ঢাকা মহাসড়কে শহরের বোয়ালিয়া চক্ষু হাসপাতাল মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

দগ্ধ মহব্বত মিয়া ও হেলপার জেলাল মিয়ার বাড়ি পাবনা জেলার সাথিয়া উপজেলার বনগ্রামে। তাদের উদ্ধার করে প্রথমে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।  

স্থানীয়রা জানান, বগুড়া থেকে সার বোঝাই একটি ট্রাক লালমনিরহাট যাচ্ছিল। পথে চক্ষু হাসপাতাল এলাকায় ট্রাকটিকে লক্ষ্য করে পেট্রোল বোমা ছোঁড়ে দুর্বৃত্তরা। পেট্রোল বোমাটি সামনের কাঁচ ভেঙে ট্রাকের ক্যাবিনে ঢুকে পড়লে চালক ও হেলপার দগ্ধ হন।

গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত চিকিৎসক সজিব কুমার বাংলানিউজকে জানান, চালক ও হেলপার দু’জনের শরীরের ১০ ভাগ দগ্ধ হয়েছে।

গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবিএম জাহিদুল ইসলাম বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।  

বাংলাদেশ সময়: ২০৪৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ০১, ২০১৫

 


বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।