ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

রাজনীতি

বগুড়ায় সহিংস রাজনীতি বন্ধের দাবিতে বিক্ষোভ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১, ২০১৫
বগুড়ায় সহিংস রাজনীতি বন্ধের দাবিতে বিক্ষোভ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বগুড়া: বগুড়ায় প্রশ্নপত্র ফাঁস ও সহিংস রাজনীতি বন্ধের দাবিতে বিক্ষোভ-মিছিল করেছে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট।

রোববার (০১ ফেব্রুয়ারি) দুপুরে বগুড়া শহরে বিক্ষোভ মিছিল করে দলের বগুড়া জেলা শাখা।



মিছিল শেষে সমাবেশে বক্তারা বলেন, প্রায় একমাস ধরে দেশের মানুষ জোটের হরতাল-অবরোধ ও মহাজোটের দমন-পীড়নে আতঙ্কিত হয়ে উঠেছে।

তারা বলেন, এএসসি পরীক্ষা যেকোনো শিক্ষার্থীর জীবনে অতি গুরুত্বপূর্ণ একটি অধ্যায়। এসএসসি পরীক্ষার্থীরা ক্ষমতাকেন্দ্রিক রাজনীতির বলি হবে কেন?

দেশবাসীকে এখন বিকল্প রাজনীতি নিয়ে ভাবতে হবে বলে উল্লেখ করেন তারা।      

সংগঠনের জেলা শাখার সভাপতি কিবরিয়া হোসেনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন দিলরুবা নুরী, শ্যামল বর্মন, রাধারানী বর্মন, মাশুকুর রহমান, আল আমিন প্রধান তারেক ও ধনজয়।

বাংলাদেশ সময়: ২০৪৮ ঘণ্টা, ০১ ফেব্রুয়ারি, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।