ঢাকা: রাজধানীর মহাখালী ও মতিঝিল এলাকায় ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে হরতাল সমর্থকরা। রোববার (০১ ফেব্রুয়ারি) রাত সোয়া ৮ টার দিকে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাত সোয়া ৮টার দিকে মহাখালী ফ্লাইওভারের পশ্চিম পাশে পরপর চারটি বিস্ফোরণ ঘটে। এ সময় ককটেলের বিকট শব্দ এবং ধোঁয়ায় আতঙ্কিত হয়ে পথচারীরা ছোটাছুটি করতে থাকেন।
এর আগে রাজধানীর মতিঝিল আইডিয়াল স্কুলের সামনে একটি যাত্রীবাহী বাসে ককটেল নিক্ষেপ করে হরতাল সমর্থকরা।
প্রত্যক্ষদর্শীরা জানান, কয়েকজন যুবক একটি যাত্রীবাহী বাসে ককটেল নিক্ষেপ করলে বাসের জানালার কাচ ভেঙে এ সময় কয়েকজন যাত্রী সামান্য আহত হন।
বাংলাদেশ সময়: ২০৫৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ০১, ২০১৫