ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

রাজনীতি

গাইবান্ধায় শিবিরের মিছিল থেকে ককটেল বিস্ফোরণ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১, ২০১৫
গাইবান্ধায় শিবিরের মিছিল থেকে ককটেল বিস্ফোরণ ফাইল ফটো

গাইবান্ধা: গাইবান্ধা শহরে ঝটিকা মিছিল থেকে ককটেলের বিস্ফোরণ ঘটিয়েছে ছাত্রশিবির।

রোববার সন্ধ্যায় শহরের কাচারি বাজার এলাকায় এ ঘটনা ঘটে।



প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে কাচারি বাজার, পৌর মার্কেট ও স্টেশন রোডের বেশকিছু ব্যবসা প্রতিষ্ঠান খোলা ছিল। সন্ধ্যা সোয়া ৬টার দিকে কাচারি বাজার এলাকায় ১২/১৫ জনের একদল শিবির কর্মী হরতালের পক্ষে স্লোগান দেয়।

এসময় তারা একটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে কেটে পড়ে। এতে আতঙ্কে সব ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ হয়ে যায়। পথচারীরা দিগ্বিদিক ছোটাছুটি করতে থাকে।

গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজিউর রহমান বাংলানিউজকে বলেন, ককটেল বিস্ফোরণের বিষয়টি আমার জানা নেই।

বাংলাদেশ সময়: ২০৫৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ০১, ২০১৫


 


বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।