ঢাকা: আগামী ৬ ফেব্রুয়ারি শুক্রবার ক্ষমতাসীন আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সভা আহ্বান করা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে সন্ধ্যা ৭ টায় এ সভা অনুষ্ঠিত হবে।
সভায় সভাপতিত্ব করবেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
চলমান রাজনৈতিক প্রেক্ষাপটে আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের এ সভায় গুরুত্বপূর্ণ নির্দেশনা ও সিদ্ধান্ত আসতে পারে বলে জানা গেছে।
আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সম্মানিত সকল সদস্যকে সভায় যথাসময়ে উপস্থিত থাকার জন্য দলের সাধারণ সম্পাদক এবং স্থানীয় সরকার মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম অনুরোধ জানিয়েছেন।
বাংলাদেশ সময়: ২১০২ ঘণ্টা, ফেব্রুয়ারি ০১, ২০১৫