ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

রাজনীতি

ফালু আটক, ডিবি কার্যালয়ে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১, ২০১৫
ফালু আটক, ডিবি কার্যালয়ে ছবি: জি এম মুজিবুর/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গুলশানের রাজনৈতিক কার্যালয়ের সামনে আটক তার উপদেষ্টা মোসাদ্দেক আলী ফালুকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কার্যালয়ে নিয়ে যাওয়া হয়েছে।

রোববার (১ ফেব্রুয়ারি) রাত পৌনে ৯টার দিকে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড রিলেশনশিপ বিভাগের উপ-কমিশনার (ডিসি) মাসুদুর রহমান বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।



তিনি জানান, খালেদা জিয়ার কার্যালয়ের সামনে থেকে আটকের পর ফালুকে রাজধানীর মিন্টো রোডের ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে।

এর আগে, রাত ৭ট‍া ৫২ মিনিটে ফালুকে খালেদা জিয়ার কার্যালয়ের সামনে থেকে আটক করে ডিবি।

প্রত্যক্ষদর্শীরা ফালুকে আটক করার বর্ণনা দিয়ে জানান, রোববার সন্ধ্যা ৬টা ২৫ মিনিটে খালেদার কার্যালয়ে প্রবেশ করেন বিএনপি চেয়ারপারসনের এ উপদেষ্টা। প্রায় দেড় ঘণ্টা সেখানে অবস্থানের পর রাত ৭টা ৫২ মিনিটে তিনি বের হয়ে আসেন। তবে ফালু বের হওয়ার কিছু সময় আগে কার্যালয়ের ফটকে তার এনটিভির লোগো লাগানো ল্যান্ডরোভার গাড়িটি এনে রাখা হয়।

এরপর ফালু ক‍ার্যালয় থেকে বের হয়েই গাড়িতে ওঠেন। আর দরজা আটকানোর ঠিক আগেই ডিবি সদস্যরা তার গাড়ির সামনে হাজির হন। এরপর তাকে উদ্দেশ্য করে বলেন, ‘আপনি ফালু সাহেব? আপনাকে আমাদের সঙ্গে যেতে হবে। ’ তখন ফালু হেসে ওঠে বলেন, ‘আমাকে যেতে হবে?’ প্রত্যুত্তরে ডিবি সদস্যরা বলেন, ‘জ্বি, আপনাকেই যেতে হবে’।

এরপর এক ডিবি সদস্য ফালুর গাড়িটিতে তার পাশে উঠে পড়েন, তার ড্রাইভারের পাশে উঠে বসেন গুলশান থানার এক উপ-পুলিশ পরিদর্শক (এসআই)। ডিবি ও পুলিশ সদস্য দু’জন ফালুর গাড়িতে চড়ে বসার পরই গাড়িটি টান দেওয়া হয়। ওই গাড়ির পিছু পিছু যেতে থাকে পুলিশ ও ডিবির অন্য গাড়িগুলোও।

বাংলাদেশ সময়: ২১১০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০১, ২০১৫

** মোসাদ্দেক আলী ফালু আটক

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।