ভোলা: ফেনীর সোনাগাজীতে ৬টি গাড়ি ভাঙচুর করেছে পিকেটাররা।
রোববার রাত সাড়ে ৮টার দিকে জেলার সোনাগাজী উপজেলার মতিগঞ্জের পানের বর এলাকায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা বাংলানিউজকে জানান, হঠাৎ করে সড়কে এসে ৩টি সিএনজি চালিত অটোরিকশা, ২টি পিকআপ ও ১টি ট্রাক ভাঙচুর করে। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এলে পিকেটাররা পালিয়ে যায়।
সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নবীর হোসেন গাড়ি ভাঙচুরের তথ্য নিশ্চিত করে জানান, অবরোধকারীরা কয়েকটি ট্রাকে ভাঙচুর করেছে।
বাংলাদেশ সময়: ২১১৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ০১, ২০১৫