ঢাকা: সচিবালয় ও বিদ্যুৎ ভবনে ককটেল বিস্ফোরণের ঘটনায় আটককৃত তিনজনকে জিজ্ঞাসাবাদের জন্য মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কার্যালয়ে নেওয়া হয়েছে।
রোববার (০১ ফেব্রুয়ারি) দুপুরে এ বিস্ফোরণের ঘটনায় উপ সহকারী প্রকৌশলী আয়ুব আলী, ঠিকাদারি প্রতিষ্ঠান নাজ এন্টারপ্রাইজের নজরুল ইসলাম ও নিরাপত্তারক্ষী এলাহী বক্সকে আটক করে শাহবাগ থানা পুলিশ।
শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বাংলানিউজকে এর সত্যতা নিশ্চিত করেছেন।
গোয়েন্দা সূত্র জানায়, আটককৃতরা সত্যিই এ বিস্ফোরণের সঙ্গে জড়িত কিনা তা জানতে তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তাদের সংশ্লিষ্টতা পাওয়া গেলে পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বাংলাদেশ সময়: ২১২০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০১, ২০১৫