ঢাকা: যারা সংলাপের কথা বলে তাদের উদ্দেশে খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেছেন, আপনারা যারা সংলাপের কথা বলেন, তারা বিএনপিকে পরামর্শ দেন, বোঝান। বিএনপি যেন নাশকতা ও সন্ত্রাসের পথ পরিহার করে।
সোমবার (২ ফেব্রুয়ারি) বেলা ১১টায় বিএনপির নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের হরতাল-অবরোধের প্রতিবাদে অবস্থান-সমাবেশে মন্ত্রী এসব কথা বলেন। এ প্রতিবাদ-অবস্থান-সমাবেশের আয়োজন করে সম্মিলিত আওয়ামী সমর্থক জোট।
ঢাকা মহানগর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেন, বিএনপির হরতাল-অবরোধ রাজনৈতিক কর্মসূচি নয়, এটা সন্ত্রাস। যারা তাদের সঙ্গে সংলাপের কথা বলেন, তারা নাশকতা ও সন্ত্রাসকে রাজনৈতিক কর্মসূচি মনে করেন। বুঝে নেন, এই নাশকতা-সন্ত্রাস না ছাড়লে বিএনপির সঙ্গে কোনো সংলাপ হবে না।
পাকিস্তানি কূটনীতিকরা বাংলাদেশে নাশকতায় ইন্ধন যোগাচ্ছে, এমন অভিযোগ করে খাদ্যমন্ত্রী আরও বলেন, বাংলাদেশে পাকিস্তানি কূটনীতিকরা নাশকতার ইন্ধন যোগাচ্ছে। তাদের এজেন্ডা স্পষ্ট হয়েছে।
এ সময় আরও উপস্থিত ছিলেন, ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, সাংগঠনিক সম্পাদক শাহে আলম মুরাদ, দফতর সম্পাদক সহিদুল ইসলাম মিলন, উপ-দফতর সম্পাদক জামাল উদ্দিন প্রমুখ।
বাংলাদেশ সময়: ১২১৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ০২, ২০১৫