রাজবাড়ী: রাজবাড়ীতে ছাত্রদলের মিছিল থেকে মো. জাহেদুল ইসলাম জাহিদ (২৪) নামে এক ছাত্রদল কর্মীকে আটক করেছে সদর থানা পুলিশ।
রোববার সন্ধ্যা ৭টার দিকে রাজবাড়ী শহরের বাজার এলাকায় হরতালের পক্ষে ঝটিকা মিছিল বের করে ছাত্রদলের কর্মীরা।
এ সময় মিছিলের পেছন থেকে ধাওয়া করে পুলিশ জাহিদকে আটক করে। তিনি সদরের মিজানপুর ইউনিয়নের বেনীনগর গ্রামের মো. নিয়ামত আলীর ছেলে।
রাজবাড়ী সদর থানার উপপরিদর্শক (এসআই) মো. তারেকুজ্জামান তারেক ঘটনার সত্যতা বাংলানিউজকে নিশ্চিত করেছেন।
বাংলাদেশ সময়: ২১৪৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ০১, ২০১৫