লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরে একটি সিএনজিচালিত অটোরিকশায় পেট্রোল বোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। এতে ৩ যাত্রী দগ্ধ হয়েছেন।
রোববার (১ ফেব্রুয়ারি) রাত সোয়া ৯টার দিকে এ ঘটনা ঘটে।
অগ্নিদগ্ধদের লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক। তারা হলেন, লক্ষ্মীপুর সদর উপজেলার মজুপুর গ্রামের আবদুল গফুরের ছেলে মো. আশিক (২৮) ও একই এলাকার আবদুর রহিমের ছেলে আবদুল করিম (৩২)। তবে অপরজনের নাম জানা যায়নি।
স্থানীয়রা জানায়, লক্ষ্মীপুর মজু চৌধুরীরহাট থেকে অটোরিকশাটি লক্ষ্মীপুর শহরে যাচ্ছিল। পথে মহিলা কলেজের সামনে পৌঁছলে দুর্বৃত্তরা পেট্রোল বোমা নিক্ষেপ করে। এতে ৩ জন ঝলসে যায়।
লক্ষ্মীপুর শহর পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এসআই) আবদুল করিম ঘটনার সত্যতা বাংলানিউজকে নিশ্চিত করেছেন।
** পেট্রোল বোমায় ট্রাক চালক-হেলপার দগ্ধ
বাংলাদেশ সময়: ২২০২ ঘণ্টা, ফেব্রুয়ারি ০১, ২০১৫