গাইবান্ধা: গাইবান্ধার পলাশবাড়ীতে যাত্রীবাহী বাসে পেট্রোল বোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। তবে, এ ঘটনায় কেউ হতাহত হয়নি।
রোববার (০১ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার বেতকাপা ইউনিয়নের ডাকঘর এলাকায় গাইবান্ধা-পলাশবাড়ী সড়কে এ ঘটনা ঘটে।
বেতকাপা ইউনিয়নের পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান বাংলানিউজকে জানান, রাতে গাইবান্ধা থেকে রুপা পরিবহনের একটি বাস ২৫/৩০ জন যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশে যাচ্ছিলো। পথে ডাকঘর এলাকায় গাড়িতে পিছন থেকে একটি পেট্রোলবোমা নিক্ষেপ করে দুর্বৃত্তরা।
এতে বাসটিতে আগুন ধরে যায়। এ সময় চালক বাসটি থামিয়ে দিলে যাত্রীরা দ্রুত নেমে পড়ে। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
খবর পেয়ে গাইবান্ধা ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।
বাংলাদেশ সময়: ২২২৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ০১, ২০১৫