ঢাকা: জাতীয়তাবাদী মহিলা দলের ঢাকা মহানগর সভাপতি সুলতানা আহমেদের বাসায় তল্লাশি চালিয়েছে পুলিশ।
রোববার (০১ ফেব্রুয়ারি) রাত ১২টা ১০ মিনিট থেকে সাড়ে ১২টা পর্যন্ত গুলশান এলাকায় অবস্থিত এ বাসায় তল্লাশি চালানো হয়েছে বলে পারিবারিক সূত্র জানিয়েছে।
সুলতানা আহমেদের পরিবারের একজন সদস্য নাম প্রকাশ না করার শর্তে জানান, রাত ১২টা ১০ মিনিটে তার বাসার নিচে পুলিশ জড়ো হয়। এক পর্যায়ে তারা বাসার গেট খুলতে বলে। পরে, সাড়ে ১২টা পর্যন্ত বাসার প্রতিটি রুমে তল্লাশি চালায় পুলিশ।
এ সময় তার পরিবারের সদস্যদের সঙ্গে পুলিশ দুর্ব্যবহার করে পারিবারিক সূত্রটি জানায়।
তবে, সুলতানা আহমেদের বাসায় তল্লাশি চালানোর বিষয়টি অস্বীকার করে গুলশান থানার অপারেশন অফিসার শেখ সোহেল রানা বাংলানিউজকে জানান, তল্লাশি চালানোর বিষয়টি সম্পর্কে তারা অবগত নন।
বাংলাদেশ সময় ০০৪৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ০২, ২০১৫