ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

রাজনীতি

রাজধানীতে বিএনপি ও শিবিরের ৭ নেতাকর্মী আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১০১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২, ২০১৫
রাজধানীতে বিএনপি ও শিবিরের ৭ নেতাকর্মী আটক ছবি: প্রতীকী

ঢাকা: ২০ দলীয় জোটের চলমান অবরোধ-হরতালে নাশকতার সঙ্গে জড়িত থাকার অভিযোগে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে বিএনপি ও শিবিরের ৭ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।  
 
আটকদের নাম-পরিচয় জানা যায়নি।

তবে, এদের মধ্যে দুইজনকে বাসে আগুন দিয়ে পালানোর সময় হাতেনাতে আটক করা হয়।   
 
রোববার (০১ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০ টার দিকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মাসুদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
 
বিকেল থেকে শুরু করে রাত ১০টা পর্যন্ত অভিযানে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে এদের আটক করা হয় জানিয়ে তিনি বলেন, হরতালকে কেন্দ্র করে রাজধানীর বিভিন্ন এলাকায় আটকরা নাশকতার পরিকল্পনা করছিলেন।
 
তিনি আরো জানান, জিজ্ঞাসাবাদে আটকরা স্বীকার করেছে, তারা সবাই বিএনপি ও শিবিরের রাজনীতির সঙ্গে জড়িত। তাদের মধ্যে দুইজনকে রাজধানীর নিউমার্কেট ও মতিঝিলে বাসে আগুন দিয়ে পালিয়ে যাওয়ার সময় হাতেনাতে আটক করা হয়।   
 
আটকদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।   তাদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।  
 
বাংলাদেশ সময়: ০১০২ ঘণ্টা, ফেব্রুয়ারি ০২ ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।