মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জে ১০/১২টি ককটেলের বিস্ফোরণ ঘটিয়েছে হরতাল সমর্থকরা।
রোববার (০১ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৭টার দিকে শহরের কাঁচাবাজার এলাকায় এ ঘটনা ঘটে।
প্রতক্ষ্যদর্শীরা জানায়, খালিস্ট এলাকা থেকে ৪/৫ জন যুবক বাজারের পেছনের পাবলিক টয়লেটের সামনের সড়কে ১০/১২টি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে দ্রুত চলে যায়।
এ সময় স্থানীয় ব্যবসায়ীরা আতঙ্কে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে দেয়। বন্ধ হয়ে যায় যান চলাচল।
সদর থানার উপ পরিদর্শক (এসআই) রাসেল জানান, ঘটনার পরপর ঘটনাস্থলে এলে পরিস্থিতি স্বাভাবিক হয়েছে।
আতঙ্ক সৃষ্টিকারী দুর্বৃত্তদের গ্রেফতারে পুলিশের একাধিক টিম অভিযান চালাচ্ছে বলে জানন এসআই।
বাংলাদেশ সময়: ০৫২৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ০২, ২০১৫