ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

রাজনীতি

বুড়িচংয়ে বিএনপি-জামায়াতের ৫০ নেতাকর্মীর নামে মামলা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৪২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২, ২০১৫
বুড়িচংয়ে বিএনপি-জামায়াতের ৫০ নেতাকর্মীর নামে মামলা

কুমিল্লা: কুমিল্লার বুড়িচংয়ে নাশকতার ঘটনায় বিএনপি ও জামায়াত-শিবিরের ৫০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করেছে পুলিশ।

রোববার (০১ ফেব্রুয়ারি) বিকেলে বুড়িচং থানায় এ মামলা দায়ের করা হয়।



মামলার আসামিদের নাম-পরিচয় জানায়নি পুলিশ। দুপুরে আটক উপজেলা ভাইস-চেয়ারম্যানকে এ মামলার আসামি হিসেবে গ্রেফতার হয়েছে ।

পুলিশ জানায়, শনিবার রাত সোয়া ১২টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার বুড়িচং উপজেলার সৈয়দপুর এলাকায় দু’টি যাত্রীবাহী বাসে আগুন দিয়ে পুড়িয়ে ফেলে দুর্বৃত্তরা। এ ঘটনায় পুলিশ বিএনপি-জামায়াতের নেতাকর্মীর নামে বুড়িচং থানায় এ মামলা দায়ের করে।

বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম বাংলানিউজকে জানান, মামলায় কতজনের নাম উল্লেখ করা হয়েছে আর অজ্ঞাত আসামি কতজন, তা এই মুহূর্তে বলতে পারছিনা।

বাংলাদেশ সময়: ০৫৪৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ০২, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।