সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের উল্লাপাড়ায় নাশকতার চেষ্টার সময় পুলিশের অভিযানকালে গুলিবিদ্ধ জামায়াত নেতা সাইদুর রহমানের (৪০) মৃত্যু হয়েছে।
রোববার (০১ ফেব্রুয়ারি) রাত দেড়টার দিকে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত সাইদুর রহমান উল্লাপাড়া জামায়াতের রোকন ও উল্লাপাড়া সদর ইউনিয়ন জামায়াতের সাধারণ সম্পাদক। তিনি উল্লাপাড়া উপজেলার বাকুয়া গ্রামের বছির উদ্দিনের ছেলে।
সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালের ট্রমা সেন্টারের ওয়ার্ড মাস্টার রফিকুল ইসলাম বাংলানিউজকে জানান, রাত দেড়টার সময় জামায়াত নেতা সাইদুরের মৃত্যু হয়। তার মৃতদেহ সিরাজগঞ্জ সদর থানায় পাঠানো হচ্ছে।
পুলিশ জানায়, রোববার (০১ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৩টার দিকে হরতালের সমর্থনে উল্লাপাড়ায় মহাসড়কে যানবাহনে নাশকতার উদ্দেশে কয়েকজন গোপন বৈঠক করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে এ সময় বাকুয়া গ্রামে অভিযান চালায় পুলিশ।
অভিযানকালে জামায়াত-বিএনপির নেতাকর্মীরা পুলিশকে লক্ষ করে ককটেল নিক্ষেপ করলে পুলিশ কয়েক রাউন্ড শটগানের গুলি ছোড়ে।
পরে, সেখান থেকে গুলিবিদ্ধ অবস্থায় জামায়াত নেতা সাইদুর রহমানকে আটক করে পুলিশ। সন্ধ্যা ৬টায় সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হলে রাত দেড়টার দিকে তার মৃত্যু হয়।
সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালের অর্থোপেডিক চিকিৎসক ওলিউল ইসলাম তালুকদার বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।
** উল্লাপাড়ায় বিএনপি-জামায়াতের সঙ্গে পুলিশের সংঘর্ষে ওসিসহ আহত ১০
বাংলাদেশ সময়: ০৮৪৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ০২, ২০১৫