ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

রাজনীতি

হরতাল সমর্থনে মৌচাকে জামায়াতের মিছিল

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২, ২০১৫
হরতাল সমর্থনে মৌচাকে জামায়াতের মিছিল ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: বিএনপির নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের ডাকা ৭২ ঘণ্টার হরতাল ও চলমান অবরোধ সমর্থনে রাজধানীর মৌচাক মার্কেটের সামনের রাস্তায় মিছিল করেছে জামায়াতে ইসলামী রমনা থানা কর্মীরা।

সোমবার (০২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে তারা এ মিছিল করে।

মিছিল পরবর্তী সমাবেশে বক্তব্য রাখেন- থানা জামায়াতের সেক্রেটারি জিল্লুর রহমান, দফতর সম্পাদক ইউসুফ আলী মোল্লা, প্রচার ও আইটি সম্পাদক আতাউর রহমান সরকার, থানা শিবির সভাপতি মোস্তাফিজুর রহমান, কলেজ সভাপতি মুরাদ হোসেন, ছাত্রনেতা জামিল মাহমুদ, জামায়াত নেতা তরিকুল ইসলাম ও মোজাম্মেল হক প্রমুখ।

এ সময় বক্তারা অবিলম্বে সরকারের পদত্যাগ ও নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন আয়োজনের দাবি জানান। -বিজ্ঞপ্তি

বাংলাদেশ সময়: ০৯৪৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ০২, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।