ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

রাজনীতি

সিরাজগঞ্জে জামায়াত নেতার মৃত্যু, বুধবার সকাল-সন্ধ্যা হরতাল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২, ২০১৫
সিরাজগঞ্জে জামায়াত নেতার মৃত্যু, বুধবার সকাল-সন্ধ্যা হরতাল

সিরাজগঞ্জ: গুলিবিদ্ধ জামায়াত নেতা সাইদুর রহমান নিহত হওয়ার প্রতিবাদে সিরাজগঞ্জ জেলায় বুধবার (৪ ফেব্রুয়ারি) সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে জেলা জামায়াতে ইসলাম।

সোমবার (২ ফেব্রুয়ারি) সকালে জামায়াতের সিরাজগঞ্জ জেলা শাখার সেক্রেটারি জাহিদুল ইসলাম হরতালের বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।



তিনি আরো জানান, এছাড়া মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) জেলায় বিক্ষোভ মিছিল ও শুক্রবার (৬ ফেব্রুয়ারি) দোয়া মাহফিল করাও ঘোষণা দিয়েছে জেলা জামায়াত।

রোববার (১ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৩টায় উল্লাপাড়া উপজেলার বাকুয়া গ্রামে নাশকতার চেষ্টা করছিল হরতালকারীরা। খবর পেয়ে পুলিশ সেখানে অভিযান চালায়। এসময় জামায়াত-বিএনপির নেতাকর্মীরা পুলিশকে লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করলে পুলিশ শটগানের কয়েক রাউন্ড গুলি ছোড়ে।

উভয়পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ হন জামায়াত নেতা সাইদুর রহমান। এ অবস্থায় তাকে উদ্ধার করে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করে পুলিশ। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত দেড়টার দিকে তার মৃত্যু হয়।

নিহত জামায়াত নেতা উল্লাপাড়া জামায়াতের রোকন ও উল্লাপাড়া সদর ইউনিয়ন জামায়াতের সাধারণ সম্পাদক।

তিনি বাকুয়া গ্রামের বছির উদ্দিনের ছেলে।

** সিরাজগঞ্জে গুলিবিদ্ধ জামায়াত নেতার মৃত্যু

বাংলাদেশ সময়: ১০০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০২, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।