ঢাকা: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে হুকুমের আসামি করে আরো একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। সঙ্গে আসামি করা হয়েছে বিএনপির আরো তিন নেতাকে।
জননেত্রী পরিষদ সভাপতি এবি সিদ্দিকী সোমবার (২ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে ঢাকার মুখ্য মহানগর হাকিম (সিএমএম) আদালতে মামলাটি দায়ের করেন।
মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আতিকুর রহমান বেলা ১১টায় মামলার শুনানির সময় ধার্য করেন।
মামলার অপর তিন আসামি হলেন- বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া, চেয়ারপারসনের উপদেষ্টা ড. এমাজউদ্দিন আহম্মেদ ও ভাইস চেয়ারম্যান শমসের মবিন চৌধুরী।
গত ৫ জানুয়ারি থেকে চলমান বিএনপির নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের টানা অবরোধে এ পর্যন্ত ৪২ জনকে আগুনে পুড়িয়ে মারার অভিযোগে এ মামলা হলো।
বাদী পক্ষের আইনজীবী রওশন আরা সিকদার ডেইজি বাংলানিউজকে বলেন, দণ্ডবিধি ৩০২, ১০৯ ও ১২০ (বি) ধারায় এই মামলাটি দায়ের করা হয়েছে।
এর আগে রাজধানীর যাত্রাবাড়ীতে বাসে পেট্রোল ছুঁড়ে মানুষ মারা ও কুমিল্লায় পেট্রোল বোমার অপর এক ঘটনায় খালেদা জিয়াকে হুকুমের আসামি করে মামলা হয়।
বাংলাদেশ সময়: ১০২০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০২, ২০১৫
** হুকুমের আসামি করে খালেদা ও তিন নেতার নামে মামলা হচ্ছে