চাঁদপুর: চাঁদপুরে বিএনপি-জামায়াতের ১৩ কর্মীকে আটক করেছে পুলিশ।
রোববার রাত থেকে সোমাবার (২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টা পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটক কর্মীদের মধ্যে, চারজন জামায়াত ও নয়জন বিএনপি কর্মী রয়েছে।
পুলিশ জানায়, আটক কর্মীরা হরতাল ও অবরোধে নশকতার পরিকল্পনা করছিল। এ সংবাদের ভিত্তিতে জেলা সদর, কচুয়া, ফরিদগঞ্জ, মতলব ও শাহরাস্তি থেকে তাদের আটক করা হয়। আটক কর্মীদের মধ্যে কয়েকজনের বিরুদ্ধে আগেও নাশকতার মামলার রয়েছে।
চাঁদপুরের পুলিশ সুপার মো. আমির জাফর বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।
বাংলাদেশ সময়: ১০৩৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ০২, ২০১৫