ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

রাজনীতি

নোয়াখালীতে অটোরিকশায় আগুন দেওয়ার সময় আটক ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২, ২০১৫
নোয়াখালীতে অটোরিকশায় আগুন দেওয়ার সময় আটক ২

নোয়াখালী: নোয়াখালী জেলা শহর মাইজদীর নাপিতের পোল এলাকায় সাদা পোশাক পরিহিত পুলিশ বহনকারী সিএনজি চালিত একটি অটোরিকশায় আগুন দেওয়ার সময় দুই পিকেটারকে আটক করেছে পুলিশ।

এসময় তাদের কাছ থেকে পোড়া মোবিল ও পেট্রোল ভর্তি একটি বোতল জব্দ করা হয়েছে।



সোমবার (২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে।

আটক ব্যক্তিরা হলেন- জেলা শহর মাইজদীর উকিলপাড়া এলাকার মোহাম্মদ হোসেনের ছেলে রেদোয়ান আহমেদ শামীম (২২) ও কুমিল্লা জেলার মনোহরগঞ্জ উপজেলার বাইশগাঁওয়ের আবুল হোসেনের ছেলে আল হেলাল (২৪)।

সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে জানান, অবরোধ ও হরতালে সহিংসতা এড়াতে সকালে অটোরিকশায় করে সাদা পোশাকে পুলিশের একটি দল শহরে টহল দিচ্ছিল। এসময় কয়েকজন পিকেটার তাদের অটোরিকশার গতিরোধ করে পেট্রোল দিয়ে আগুন দেওয়ার চেষ্টা করে। পুলিশ এসময় দ্রুত অটোরিকশা থেকে নেমে ওই দুই পিকেটারকে আটক করে। এসময় অন্য পিকেটাররা পালিয়ে যেতে সক্ষম হয়।

আটক দু’জনের কোনো রাজনৈতিক পরিচয় এখনো (বেলা পৌনে ১২টা) জানা যায়নি। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মামলা দায়েরেরও প্রস্তুতি চলছে।

বাংলাদেশ সময়: ১২২৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ০২, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।