ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

রাজনীতি

জনসন রোডে ৩ ককটেল

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২, ২০১৫
জনসন রোডে ৩ ককটেল ছবি: প্রতীকী

ঢাকা: পুরান ঢাকার জনসন রোডে পরপর তিনটি ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে অবরোধ সমর্থকরা। ঘটনাস্থলের পাশেই ঢাকা মহানগর দায়রা জজ আদালত, সিএমএম আদালত ও জেলা প্রশাসকের কার্যালয় অবস্থিত।



সোমবার (২ ফেব্রুয়ারি) বেলা ১২টা ৫ মিনিটের দিকে এ ঘটনা ঘটে।  

প্রত্যক্ষদর্শীরা জানায়, জজকোর্টের গেট ও ন্যাশনাল হাসপাতালের সামনের জনসন রোডে পরপর তিনটি ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে ৭ রাউন্ড ফাঁকা রাবার বুলেট ছোড়ে। এতে আইনজীবী ও আদালতে আসা বিচারপ্রার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

এর আগে শনি ও রোববার ওই এলাকায় দু’টি গাড়িতে অগ্নিসংযোগের পর ৠাব, পুলিশ, আনসার সদস্য মোতায়েন করা হয়। কড়া নিরাপত্তার মধ্যেও জজকোর্টের সামনের রাস্তায় ককটেল বিস্ফোরণের ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে।

এর আগে সকাল সাড়ে আটটার দিকে ঢাকা জেলা ও দায়রা জজ আদালতের পুরান ভবনের তৃতীয় তলা থেকে লাল টেপ মোড়ানো ককটেল সদৃশ দু’টি বস্তু উদ্ধার করে পুলিশ।  

বাংলাদেশ সময়: ১২৩৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ০২, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।