বরিশাল: বরিশালে হরতালের সমর্থনে মিছিলের প্রস্তুতিকালে মো. রুবেল নামে এক শিবির কর্মীকে আটক করেছে পুলিশ।
সোমবার (২ ফেব্রুয়ারি) সকালে বরিশাল নগরের কাউনিয়া থানার শহীদ আব্দুর রব সেরনিয়াবাদ কলেজ সংলগ্ন এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটক মো. রুবেল সরকারি বরিশাল কলেজের শিক্ষার্থী।
কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মাহবুবুর রহমান জানান, সকালে শহীদ আব্দুর রব সেরনিয়াবাদ কলেজের কাছে জড়ো হয়ে মিছিলের প্রস্তুতি শিবির কর্মীরা। খবর পেয়ে পুলিশ সেখান অভিযান চালিয়ে রুবেলকে আটক করে। এসময় অন্যরা পালিয়ে যায়।
এদিকে, ৭২ ঘণ্টা হরতালের দ্বিতীয় দিন সোমবারে বরিশাল নগর ও বিভিন্ন উপজেলার কোথাও পিকেটিং বা মিছিলের খবর পাওয়া যায়নি।
সকালে যাত্রী কম থাকায় দূরপাল্লার পরিবহন চলাচল বন্ধ রয়েছে। তবে অভ্যন্তরীণ রুটে যানবাহন চলাচল অনেকটাই স্বাভাবিক। লঞ্চও চলাচল করছে যথাসময়ে।
স্বাভাবিক রয়েছে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান, ব্যাংক-বীমা, অফিস-আদালতের কার্যক্রম।
বাংলাদেশ সময়: ১২৩৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ০২, ২০১৫