ঢাকা: গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ের সামনে যাকে পাওয়া যাবে তাকেই গ্রেফতার করবে পুলিশ। দেশব্যাপী টানা অবরোধের ২৯তম দিন সোমবার সকাল থেকে এ কৌশল নেওয়া হয়েছে।
এরই অংশ হিসেব সকালেই আটক করা হয়েছে খালেদা জিয়ার কার্যালয়ে সিটিসেল এর একটি মোবাইল সেট ও কিছু তার জমা দিতে আসা মাজহারুল ইসলাম নামে এক ব্যক্তিকে।
তবে চেয়ারপারসনের কার্যালয়ের আশপাশ থেকে সরিয়ে নেওয়া হয়েছে পুলিশ। খুলে রাখা হয়েছে ছোট গেটটিও। কার্যালয়ের সামনে থেকে সরে আশপাশের গলিতে অবস্থান নিয়েছে পোশাকি পুলিশ ও গোয়েন্দারা। তবে কার্যালয়ের সামনে বিভিন্ন সংস্থার নজরদারি রয়েছে সার্বক্ষণিক।
পুলিশ ও গোয়েন্দা বিভাগের একাধিক সূত্র যাকে পাওয়া যাবে তাকেই গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছে।
তবে গুলশান থানার সাব ইনসপেক্টর (এসআই) দেবপ্রিয় বলেন, বিএনপি চেয়ারপারসনের নিরাপত্তার ব্যাপারে পুলিশ সতর্ক আছে।
সূত্র বলছে, সম্প্রতি ইউটিউবে নেতাকর্মীদের প্রতি খালেদা জিয়ার কিছু নাশকতামূলক নির্দেশনার অডিও টেপ ফাঁস হওয়ার পর গোয়েন্দা সংস্থাগুলো বেশ সতর্ক হয়ে উঠেছে।
বাংলাদেশ সময়: ১২৪৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২, ২০১৫