ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

রাজনীতি

পেট্রোল বোমাবাজদের মৃত্যুদণ্ড দাবি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২, ২০১৫
পেট্রোল বোমাবাজদের মৃত্যুদণ্ড দাবি ছবি: রাশেদ/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: দেশের চলমান সহিংসতায় পেট্রোল বোমাবাজদের বিরুদ্ধে মৃত্যুদণ্ড শাস্তির বিধান রেখে আইন করার দাবি জানিয়েছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশন‍া সম্পাদক ড. হাছান মাহমুদ।

সোমবার (০২ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর প্রেসক্লাবের সামনে স্বাধীনতা শিক্ষক পরিষদ (স্বাশিপ) আয়োজিত মানববন্ধনে আইনমন্ত্রীর প্রতি এ দাবি জানান তিনি।



একই সঙ্গে এসব ঘটনায় জড়িতদের দ্রুত বিচার নিষ্পত্তির জন্যও সরকারের প্রতি আহ্বান জানান তিনি।

হরতাল-অবরোধে শিক্ষা ব্যবস্থা ধ্বংস এবং পরীক্ষার সময় হরতাল প্রত্যাহার দাবিতে ওই মানববন্ধনে তিনি বলেন, খালেদা জিয়া এখন আন্তর্জাতিক সন্ত্রাসবাদের সঙ্গে যুক্ত। এজন্য আন্তর্জাতিক সন্ত্রাসীদের বিরুদ্ধে যে ব্যবস্থা নেওয়া হয়। তার বিরুদ্ধেও একই ব্যবস্থা নেওয়া উচিত।

খালেদা জিয়াকে হিংস্র আখ্যা দিয়ে হাছান মাহমুদ বলেন, বিএনপি চেয়াপারসন তার কার্যালয় থেকে ই-মেইলে এবং ফোনে সারা দেশে সহিংসতার নির্দেশ দিয়েছেন। এই তথ্য আমাদের কাছে আছে।  

তিনি বলেন, যারা তার বাসার যোগাযোগ ও ইন্টারনেট লাইন বিচ্ছিন্ন করে দিয়েছিলেন। তাদের আমরা ধন্যবাদ জানাই।

এই ঘটনায় সমালোচনাকারীদের উদ্দেশ্য করে তিনি বলেন, সন্ত্রাসী নেত্রীর জন্য মায়াকান্না দেখিয়ে সন্ত্রাসীর সহযোগী হবেন না।

হরতাল-অবরোধে বিএনপির কোনো ভূমিকা নেই, ভাড়া করা সন্ত্রাসী দিয়ে বিএনপি পেট্রোল বোমা ও নৈরাজ্য চালাচ্ছে বলেও জানান তিনি।

স্বাধীনতা শিক্ষক পরিষদের (স্বাশিপ) সদস্য সচিব শাহজাহান আলম সাজুর সভাপতিত্বে মানববন্ধনে আরোও বক্তব্য রাখেন প্রফেসর মাহফুজা খানম, অধ্যক্ষ এম আওয়াল সিদ্দিকী, প্রফেসর সাজেদুল ইসলাম প্রমুখ।

বাংলাদেশ সময়: ১২৫৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ০২, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।