মেহেরপুর: মেহেরপুর জেলার বিভিন্ন স্থানে পৃথক অভিযান চালিয়ে বিএনপির চার কর্মীসহ ১০ জনকে আটক করেছে পুলিশ।
রোববার (১ ফেব্রুয়ারি) রাতভর অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটক বিএনপি কর্মীদের মধ্যে মুজিবনগর থানা পুলিশ তিনজন ও গাংনী থানা পুলিশ একজনকে আটক করে।
আটক কর্মীরা হলেন-মুজিবনগর উপজেলার ভবেরপাড়া গ্রামের দুলু দফাদারের ছেলে রাজু দফাদার (৫৫), শিবপুর গ্রামের মৃত আহমেদ আলীর ছেলে আনারুল ইসলাম (৪৫), একই গ্রামের ওলি সর্দারের ছেলে আনোয়ার হোসেন (৩৫) ও গাংনী উপজেলার কাষ্টদহ গ্রামের শামসুল হকের ছেলে লেল্টু হোসেন (২৮)।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াজুল ইসলাম ও মুজিবনগর থানার ওসি রবিউল ইসলামের নেতৃত্বে পুলিশের একাধিক দল পৃথক এ অভিযান চালিয়ে বিএনপির এসব কর্মী সমর্থকদের আটক করে।
এছাড়া পুলিশের অভিযানে আদালতের পরোয়ানাভূক্ত ছয় আসামিকে আটক করা হয়েছে। আটক এসব আসামিদের মধ্যে নিয়মিত মামলায় দুইজন, মোবাইল কোর্টে সাজাপ্রাপ্ত দুইজন ও জিআর মামলায় দুইজন রয়েছেন।
এসব ব্যক্তি দোষী সাব্যস্ত হওয়ায় আদালত তাদের নামে গ্রেফতারি পরোয়ানা জারি করে।
এদিকে, বিএনপির আটক ৪ কর্মীকে চলমান হরতাল ও অবরোধে নাশকতার আশঙ্কায় কার্যবিধির ১৫১ ধারায় আটক দেখিয়ে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার আজবাহার শেখ।
বাংলাদেশ সময়: ১৩০২ ঘণ্টা, ফেব্রুয়ারি ০২, ২০১৫