ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

রাজনীতি

অদৃশ্য শক্তির সঙ্গে যুদ্ধ করে টেকা কঠিন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২, ২০১৫
অদৃশ্য শক্তির সঙ্গে যুদ্ধ করে টেকা কঠিন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: দেশে বর্তমানে অদৃশ্য শক্তি মাথা চাড়া দিয়ে উঠেছে। এই অদৃশ্য শক্তির সঙ্গে যুদ্ধ করে টেকা কঠিন বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ।



সোমবার (২ ফেব্রুয়ারি) জাতীয় পার্টিতে এক যোগদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি। নরসিংদী জেলার শিবপুর উপজেলার ব্যবসায়ী-সমাজসেবক আলমগীর কবির ও বীর মুক্তিযোদ্ধা মো. মফিজুল ইসলামের নেতৃত্বে বিভিন্ন রাজনৈতিক দলের বেশ কয়েকজন নেতাকর্মী অনুষ্ঠানে এরশাদের হাতে ফুল দিয়ে দলে যোগদান করেন।
 
জাতীয় পার্টির বনানী কার্যালয়ে এ যোগদান অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এরশাদ বলেন, ক্ষমতায় যাওয়া ও টেকা নিয়েই যতো হানাহানি চলছে। এর প্রেক্ষিতে পুড়ছে মানুষ, জ্বলছে দেশ। কিন্তু জাতীয় পার্টি এ অপরাজনীতিতে বিশ্বাস করে না।
 
দেশের মানুষ হানাহানি থেকে মুক্তি চায়। তাই এখন জাতীয় পার্টির সামনে ক্ষমতায় যাওয়ার সুবর্ণ সুযোগ তৈরি হয়েছে। এ সুযোগ কাজে লাগিয়ে ক্ষমতায় যেতে হবে বলেও মন্তব্য করেন এরশাদ।

এসএসসি পরীক্ষা সম্পর্কে জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন, এসএসসি পরীক্ষার্থীরা দেশের ভবিষ্যৎ। তাদেরকে নিরাপদে পরীক্ষা দিতে দেওয়ার ব্যবস্থা করতে হবে।  

বাংলাদেশ সময়: ১৩৩২ ঘণ্টা, ফেব্রুয়ারি ০২, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।