ঢাকা: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নেতৃত্বে ২০ দলীয় জোট দেশের ছাত্র সমাজের বিপক্ষে অবস্থান নিয়েছে উল্লেখ করে আওয়ামী লীগের উপদেষ্টা কমিটির সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত বলেছেন, ভবিষ্যতে এর জন্য বিএনপিকে ভয়াবহ পরিস্থিতি মোকাবেলা করতে হবে।
সোমবার (০২ ফেব্রুয়ারি) রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি) ভবনে নৌকা সমর্থকগোষ্ঠী আয়োজিত চলমান রাজনীতি বিষয়ে এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, খালেদা জিয়ার ২০ দল এখন ছাত্র সমাজকে প্রতিপক্ষ করে আন্দোলন করছে। এটি কোনো আন্দোলন হতে পারে না। আমরাও এক সময় আন্দোলন করেছি। সে আন্দোলন হয়েছে, ছাত্র সমাজকে অবলম্বন করে। ছাত্র সমাজকে প্রতিপক্ষ করে এই বীভৎস আন্দোলন রাজনীতিতে নেই। ছাত্র সমাজের বিপক্ষে অবস্থান করার জন্য তাদের আগামীতে ভয়াবহ পরিস্থিতির মোকাবেলা করতে হবে।
এ সময় সুরঞ্জিত সেনগুপ্ত বিদ্রুপ করে বলেন, এসএসসি ও সমমানের পরীক্ষা না হলে তো তাদের (বিএনপি) কোনো সমস্যা নেই। তারা তো বলতেই পারেন, অষ্টম শ্রেণী পাশ করেই দেশের প্রধানমন্ত্রী হওয়া যায়। তহলে এসএসসি পরীক্ষা দেওয়ার দরকার কি!
তিনি আরও বলেন, তবে আজকে আমরা জনগণকে সঙ্গে নিয়ে ছাত্র সমাজের পক্ষে অবস্থান নিয়েছি। জনগণকে নিয়ে সরকার পরীক্ষার পক্ষে অবস্থান নিয়েছে। আগামী ৪ ফেব্রুয়ারি থেকে মার্চের ১০ তারিখ পর্যন্ত পরীক্ষা চলবে। জনগণকে সঙ্গে নিয়ে শান্তিপূর্ণ ও নিরাপত্তা ব্যবস্থায় এ পরীক্ষা হবে।
আওয়ামী লীগের এই সিনিয়র নেতা বিএনপি চেয়ারপারসনকে উদ্দেশ্য করে বলেন, পেট্রোল বোম মেরে বা বোমা মেরে সংলাপে বসবেন এটি কোনো রাজনীতি না। সংলাপ গণতন্ত্রের চলামান প্রক্রিয়া। পেট্রোল বোমা মেরে আন্দোলন করা যায় না, সংলাপ আদায় করা যায় না।
সৌদি শ্রমবাজার সম্পর্কে তিনি বলেন, গতকাল সৌদি শ্রমবাজার বাংলাদেশের জন্য খুলে গেছে। সৌদি বাংলাদেশ থেকে লোক নেবে বলেছে। চিন্তা করুন আপনি (খালেদা জিয়া) কি ভাবেন আর আপনার সৌদি আরব কি ভাবে।
বাংলাদেশ সময়: ০১৪৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ০২, ২০১৫