সিলেট: টানা অবরোধের মধ্যেই বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের ডাকা ৭২ ঘণ্টার হরতালের দ্বিতীয় দিন সোমবার (২ ফেব্রুয়ারি) সিলেটে কোনো প্রভাব পড়েনি।
দুপুর সোয়া ১টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত হরতাল কিংবা অবরোধের সমর্থনে বিএনপি-জামায়াতের নেতাকর্মীদের মাঠে নামতে দেখা যায়নি।
সকালের দিকে যান চলাচল একটু কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ছে। নগরীর ব্যস্ততম সড়কগুলোতে যান চলাচল স্বাভাবিক রয়েছে। যানবাহনের চাপের কারণে কোথাও কোথায় সৃষ্টি হয়েছে দীর্ঘ যানজটেরও।
নগরী ঘুরে দেখা গেছে, রাস্তায় পিকেটিং না থাকায় রিকশা, ব্যাটারি চালিত অটোরিকশা, মোটরসাইকেল, সিএনজিসহ হালকা যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে। বিভিন্ন স্থানে খুলতে শুরু করেছে দোকানপাটও। তবে বন্ধ রয়েছে বড় শপিং মল ও বিপনী বিতানগুলো।
ব্যাংক, সরকারি-বেসরকারি অফিসগুলোতে সেবাগ্রহীতা মানুষের চাপ রয়েছে। আদালত পাড়ায়ও দেখা গেছে ভিড়।
আঞ্চলিক সড়কগুলোতে হালকা যান চলাচল করছে। তবে আন্তঃজেলা ও দূরপাল্লার কোনো বাস সিলেট টার্মিনাল থেকে ছেড়ে যায়নি। স্বাভাবিক রয়েছে ট্রেন চলাচল।
নগরীতে যে কোনো ধরনের নাশকতা ও বিশৃঙ্খলা এড়াতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরদারি বাড়ানো হয়েছে। পাশাপাশি সন্দেহ হলে যানবাহনে তল্লাশি চালানো হচ্ছে। এছাড়া নগরীর গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে বিপুল সংখ্যক পুলিশ অবস্থান নিতে দেখা গেছে।
সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) রহমত উল্লাহ বাংলানিউজকে জানান, এখন পর্যন্ত হরতাল শান্তিপূর্ণ। কোথাও অপ্রীতিকর কোনো ঘটনার খবর পাওয়া যায়নি। হরতাল বা অবরোধের সমর্থনে নগরীর কোথাও নাশকতার কোনো খবর পাওয়া যায়নি। ।
শুক্রবার বিকেলে বিএনপির যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই হরতাল ঘোষণা করা হয়। পাশাপাশি গত ৫ জানুয়ারি থেকে চলা টানা অবরোধও অব্যাহত রয়েছে।
বাংলাদেশ সময়: ১৩৫০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০২, ২০১৪