লক্ষ্মীপুর: লক্ষ্মীপুর সদর উপজেলার দত্তপাড়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক মো. রুবেলকে (৩০) গলাকেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।
সোমবার (২ ফেব্রুয়ারি) রাতের কোনো এক সময় এ ঘটনা ঘটে।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সকালে দত্তপাড়ার ইউনিয়নের বড়পাড়া গ্রামের ঠাকুরবাড়ির পাশে তার মৃতদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়।
চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির বলেন, ঘটনাটি শোনার পর মৃতদেহ উদ্ধারের জন্য ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
বাংলাদেশ সময়: ১১১৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৩, ২০১৫