ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

রাজনীতি

রাজশাহীতে নিরুত্তাপ হরতাল, আটক ৫৩

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২, ২০১৫
রাজশাহীতে নিরুত্তাপ হরতাল, আটক ৫৩ ছবি: প্রতীকী

রাজশাহী: রাজশাহীতে নিরুত্তাপ হরতাল চলছে। শহরে যানচলাচল স্বাভাবিক।

খোলা রয়েছে ব্যবসা প্রতিষ্ঠানগুলোও।

সোমবার (০২ ফেব্রুয়ারি) ২০ দলীয় জোটের হরতালের দ্বিতীয় দিন এমন চিত্রই দেখা গেছে। এদিকে, এদিন বিভিন্ন স্থানে অভিযানে চালিয়ে নাশকতার সন্দেহে ২০ দলীয় জোটের ১৭ জন নেতাকর্মীসহ মোট ৫৩ জনকে আটক করেছে পুলিশ। এদের মধ্য জেলায় ৬ জন, মহানগরে ৪২ জনকে পুলিশ আটক কবে। আর র‌্যাব আটক করেছে ৫ জনকে। আটক হওয়াদের থানা ও র‌্যাব হেফাজতে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানা যায়।

এদিকে, হরতালের সমর্থনে এদিন দুপুর পর্যন্ত মহানগরীর কোথাও মিছিল, পিকেটিং হয়নি।

র‌্যাব-৫’র মিডিয়া সেলের সিনিয়র এএসপি মির্জা গোলাম সারোয়ার বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার সকালে মতিহার থানার ইউসুফপুরে অভিযান চালায় র‌্যাব। এ সময় প্রচারপত্র ও সাংগঠনিক লিফলেট বিতরণের সময় ইউনিয়ন জামায়াতের সভাপতি মান্নানসহ ৫ জন শিবিরকর্মীকে আটক করা হয়। তাদের র‌্যাব কার্যালয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

অপরদিকে, রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র ও গোয়েন্দা পুলিশের সহকারী কমিশনার ইফতে খায়ের আলম বাংলানিউজকে জানান, রোববার রাত থেকে সোমবার দুপুর পর্যন্ত মহানগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বিএনপি-জামায়াতের ৬ জন নেতাকর্মীসহ মোট ৪২ জনকে আটক করা হয়েছে।

এছাড়া, রাজশাহী জেলা গোয়েন্দা পুলিশের এসআই আনোয়ার হোসেন জানান, গতকাল রাতে জেলার বিভিন্ন উপজেলায় অভিযান চালিয়ে বিএনপি-জামায়াতের ৬ জনকে আটক করা হয়।

হরতালের দ্বিতীয় দিনে রাজশাহী জেলার কোথাও মিছিল ও পিকেটিংয়ের ঘটনা ঘটেনি। হরতালের কারণে বন্ধ রয়েছে রাজশাহীর সঙ্গে দূরপাল্লা ও আন্তঃজেলা রুটের বাস-ট্রাক চলাচল। তবে রেলস্টশন থেকে বিভিন্ন রুটের ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।

বাংলাদেশ সময়: ১৩৫৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ০২, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।