ঢাকা: বর্তমান সরকারকে পদত্যাগ করতে বললেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন।
সোমবার (০২ ফেব্রুয়ারি) দুপুরে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে খন্দকার মাহবুব বলেন, ‘সরকার অবৈধভাবে ক্ষমতায় টিকে থাকার চেষ্টায়, ব্যর্থ হওয়ার আশঙ্কায় বেসামাল হয়ে পড়েছে।
বিএনপি চেয়ারপারসনের এই উপদেষ্টা একইসঙ্গে বাংলাদেশ বার কাউন্সিলেরও ভাইস চেয়ারম্যান।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, খালেদা জিয়ার কার্যালয়ে বিদ্যুৎ সংযোগ বিছিন্ন করা একটি ন্যাক্কারজনক ঘটনা। এ ঘটনা তার (খালেদা জিয়া) নিরাপত্তার জন্য চরম হুমকির। আর খালেদা জিয়ার নিরাপত্তার যে কোনো হুমকিতে দেশবাসী রুখে দাঁড়াবে বলেও হুঁশিয়ারি উচ্চারণ করেন খন্দকার মাহবুব।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- আইনজীবী সমিতির সম্পাদক ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, সহ-সভাপতি অ্যাডভোকেট রফিকুল ইসলাম মেহেদী, সহ-সম্পাদক নাসরিন আক্তার প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৪২৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ০২, ২০১৫