ঢাকা: রাজধানীর নবাবপুর ট্রাফক মোড়ে ককটেল বিস্ফোরণে দুইজন আহত হয়েছেন।
সোমবার (০২ ফেব্রুয়ারি) দুপুর দেড়টার দিকে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, রিকশাযোগে নবাবপুর ট্রাফক মোড়ের রাস্তা পার হওয়ার সময় হঠাৎ ককটেল বিস্ফোরণ ঘটে। এতে তারা আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যায় চিকিৎসার জন্য।
ঢামেক ক্যাম্প পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) সেন্টু চন্দ্র বাংলানিউজকে এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
বাংলাদেশ সময়: ১৪৩৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ০২, ২০১৫