লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় সিএনজি চালিত অটোরিকশা ভাঙচুরের দায়ে নাজিম উদ্দিন (২৫) নামে এক শিবির কর্মীকে এক বছরের কারাদণ্ডাদেশ দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (০২ ফেব্রুয়ারি) দুপুর দেড়টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শারমিন আলম এ আদেশ দেন।
রায়পুর থানার উপ-পরিদর্শক (এসআই) ময়নাল হোসেন জানান, সকালে কয়েকজন শিবির কর্মী রায়পুর-লক্ষ্মীপুর সড়কের মৎস্য প্রজনন কেন্দ্রের সামনে অটোরিকশা ভাঙচুর করছিল। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ধাওয়া করে তাদের মধ্যে নাজিম উদ্দিনকে আটক করে। এসময় অন্যরা পালিয়ে যায়। পরে নাজিমকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে বিচারক তাকে এক বছরের কারাদণ্ডাদেশ দেন।
বাংলাদেশ সময়: ১৫৩৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ০২, ২০১৫