ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

রাজনীতি

সিলেটে ছাত্রদলের ঝটিকা মিছিল থেকে ককটেল বিস্ফোরণ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২, ২০১৫
সিলেটে ছাত্রদলের ঝটিকা মিছিল থেকে ককটেল বিস্ফোরণ

সিলেট: বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের ডাকা ৭২ ঘণ্টার হরতালের দ্বিতীয় দিন সিলেটে ঝটিকা মিছিল করেছে ছাত্রদল নেতাকর্মীরা। এ সময় তারা ২/৩টি ককটেলেরও বিস্ফোরণ ঘটায়।

তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

সোমবার (০২ ফেব্রুয়ারি) দুপুর দেড়টার দিকে সিলেট-তামাবিল মহাসড়কের ধোপাদিঘীরপাড় এলাকায় হরতালের সমর্থনে ছাত্রদলের ১৫/১৬ জন নেতাকর্মী একটি ঝটিকা মিছিল বের করে ককটেলের বিস্ফোরণ ঘটায়।

তবে পুলিশ ঘটনাস্থলে আসার আগেই তারা দ্রুত পালিয়ে যায় বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।

এছাড়া, এ প্রতিবেদন লেখা পর্যন্ত আর কোনো এলাকায় হরতাল কিংবা অবরোধের সমর্থনে বিএনপি-জামায়াতের নেতাকর্মীদের মাঠে নামতে দেখা যায়নি। ফলে অনেকটাই নিরুত্তাপ হরতাল চলছে বিভাগীয় এই নগরীতে।

এদিকে, সকালের দিকে যান চলাচল একটু কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তা বাড়তে দেখা গেছে। নগরীর ব্যস্ততম সড়কগুলোতে যান চলাচল স্বাভাবিক রয়েছে। যানবাহনের চাপের কারণে কোথাও কোথাও সৃষ্টি হয়েছে দীর্ঘ যানজটেরও।

তবে নগরীর কদমতলী বাসটার্মিনাল থেকে দূরপাল্লার কোনো যানবাহন ছেড়ে না গেলেও ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে। বন্ধ রয়েছে দোকানপাট ও মার্কেট।

সব ধরনের নাশকতা এড়াতে সিলেট নগরজুড়ে সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ ও র‌্যাবসহ আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। ভোর থেকেই নগরীর প্রধান প্রধান সড়কগুলোতে গাড়িযোগে টহল দিচ্ছেন তারা। মাঠে রয়েছে বিজিবিও। এছাড়া নগরীর গুরুত্বপূর্ণ মোড়গুলোতেও অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫৫৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ০২, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।