ফেনী: ফেনীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে জামায়াত-শিবিরের ৫ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।
রোববার রাত থেকে সোমবার সকাল পর্যন্ত তাদের আটক করা হয়।
পুলিশ জানায়, বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মোহাম্মদ আলী এলাকা থেকে ফেনী সদরের শর্শদী ইউনিয়নের ৯নং ওয়ার্ড শিবিরের সভাপতি আনোয়ার হোসেনকে আটক করা হয়। তার বিরুদ্ধে কাভার্ডভ্যানে অগ্নিসংযোগসহ একাধিক মামলা রয়েছে।
ফেনী গোয়েন্দা পুলিশের পরিদর্শক (ওসি) আবুল কালাম আজাদ তাকে আটকের সত্যতা নিশ্চিত করেন।
এরআগে জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে জামায়াত-শিবির সন্দেহে ৪ জনকে আটক করা হয়। তবে তাদের নাম-পরিচয় জানাতে পারেনি পুলিশ।
বাংলাদেশ সময়: ১৬১৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ০২, ২০১৫