ঢাকা: দুই নেত্রীকে আলোচনায় বসানোর দাবিতে তার প্রস্তাবিত গণঅনশন কর্মসূচিতে অংশ নিতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন বিকল্পধারা বাংলাদেশের প্রেসিডেন্ট সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক এ.কিউ.এম বদরুদ্দোজা চৌধুরী।
সোমবার (০২ জানুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ আহ্বান জানান।
বিবৃতিতে তিনি বলেন, ‘‘দেশের বর্তমান পরিস্থিতিতে দুই নেত্রীর সংলাপ ছাড়া সমাধানের অন্যকেনো পথ নেই। এ পরিপ্রেক্ষিতে আমি এর আগে ৭দিনের মধ্যে সংলাপে বসার জন্য দুই নেত্রীর প্রতি আহ্বান জানিয়েছিলাম। আমি এটাও বলেছিলাম, এই ব্যাপারে সরকারের দায়িত্বই মুখ্য। ইতিমধ্যে ৭দিনের সময় শেষ হয়ে যাচ্ছে। আমরা আরও বলেছিলাম ৭দিন পর সাধারণ মানুষকে নিয়ে গণঅনশন করবো। ”
বিবৃতিতে তিনি আরো বলেন, “আমরা গণঅনশন কর্মসূচির বিষয়ে দেশপ্রেমিক রাজনৈতিক দল এবং অরাজনৈতিক সংস্থার নেতৃবৃন্দের সঙ্গে আলোচনা করতে চাই। আমি আশা করি, তারা এগিয়ে আসবেন।
বি. চৌধুরী বলেন, যারা গণঅনশন কর্মসূচিতে অংশ নিতে চান তাদের বিকল্পধারা বাংলাদেশের মহাসচিব মেজর (অব.) আবদুল মান্নানের সঙ্গে ( মোবাইল ০১৮৩৩-৩১২৭২০) অবিলম্বে যোগাযোগ করার জন্য অনুরোধ জানাচ্ছি।
বাংলাদেশ সময়: ১৬২৯ ঘণ্টা, জানুয়ারি ০২, ২০১৫