ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

রাজনীতি

সহিংসতা-সন্ত্রাসী কর্মকাণ্ড সাময়িক

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২, ২০১৫
সহিংসতা-সন্ত্রাসী কর্মকাণ্ড সাময়িক

ঢাকা: হরতাল-অবরোধে উন্নয়নবিরোধী কর্মকাণ্ড চললেও দেশে উন্নয়ন হচ্ছে এবং বিনিয়োগের পরিবেশ ভাল। আর সহিংসতা-সন্ত্রাসী কর্মকাণ্ড সাময়িক।

খুব শিগগিরই এ পরিস্থিতির উত্তরণ ঘটবে বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

সোমবার (০২ ফেব্রুয়ারি) সফররত কনফেডারেশন অব এশিয়ান চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডান্ট্রির (সিএসিসিআই-ক্যাচি) প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকে তিনি এ মন্তব্য করেন।
 
সিএসিসিআই প্রতিনিধিদলকে অর্থমন্ত্রী বলেন, ২০১৪ সাল বাংলাদেশের অর্থনীতির জন্য সবচেয়ে ভালো ছিল। তবে ২০১৫ সালে এন্ট্রি ডেভেলপমেন্ট অ্যাকটিভিটিজ শুরু হয়েছে। তবে তা সাময়িক আর এ পরিস্থিততির খুব শিগগিরই উত্তরণ ঘটবে।  
 
অর্থমন্ত্রী জানান, গত ছয় বছরে রফতানি ভালো হয়েছে। সরকার বিদুতের ব্যাপারে অনেক উন্নয়ন করেছে। যোগাযোগ অবকাঠামো ও এর সেবাখাতে আরও উন্নয়ন প্রয়োজন।
 
দারিদ্র প্রসঙ্গে অর্থমন্ত্রী বলেন, ব্যাপক জনসংখ্যার দেশ হওয়া সত্বেও বাংলাদেশে দারিদ্রের হার ১৭ শতাংশ। যা মালয়েশিয়া বা অন্যান্য দেশের সঙ্গে তুলনা করলে অনেক সন্তোষজনক।

অন্যদিকে ব্যবসায়ী এ প্রতিনিধি দল বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের প্রসংসাও করে জানায়, রাজনৈতিক অস্থিরতা সত্বেও বাংলাদেশের উন্নয়ন হচ্ছে, যা বাণিজ্য যোগাযোগের জন্য একটি বড় উধাহরণ।

বৈঠকে এফবিসিসিআই সভাপতি কাজী আকরাম উদ্দিন আহমেদ বলেন, গত ছয় বছরে সরকার বাংলাদেশের অর্থনীতিতে মিরাকল ঘটিয়েছে। ভবিষ্যতেও এর ধারাবাহিকতা অব্যাহত থাকবে।

বর্তমান সরকার ব্যবসা ও বিনিয়োগ বান্ধব। সরকারের অন্যান্য সংশ্লিষ্ট সংস্থাগুলোও বিনিয়োগের জন্য ভালো, যোগ করেন এফবিসিসিআই সভাপতি।

বাংলাদেশের উন্নয়ন তুলে ধরে তিনি বলেন, অর্থনৈতিক উন্নয়নে বাংলাদেশ মিরাকল ঘটিয়েছে গত ছয় বছরে। আমাদের দেশে বিনেয়োগের সুন্দর পরিবেশ রয়েছে।

অর্থমন্ত্রীর সঙ্গে বৈঠকে সিএসিসিআই প্রতিনিধি দলে ভারত, তুরস্ক, থাইল্যান্ড, ইরান, জর্জিয়াসহ নয়টি দেশের ব্যবসায়ী নেতারা অংশ নেন।
  
বাংলাদেশ সময়: ১৬৪৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ০২, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।